
শাওন,মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জের সিংগাইরে ২য় শ্রেণীর শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে ।শুক্রবার (১৭ অক্টোবর) শিশুটির মা সিংগাইর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ পরদিন মামলা রুজু করে রবিবার (১৯ অক্টোবর) মামলাটি আদালতে প্রেরণ করে। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২নং আদালত শিশুটির জবানবন্দি (২২ ধারা) গ্রহণ করেন।অভিযুক্ত ব্যক্তি হলেন, সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের চর কানাইনগর গ্রামের মৃত আয়নাল ফকিরের ছেলে তোফায়েল হোসেন (৬০)।মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে মাদ্রাসা বন্ধ থাকায় শিশুটি শিক্ষক মাওলানা সিরাজুল ইসলামের সঙ্গে বাসায় ফিরে আসে। ওই সময় শিশুটির পরিবারের সদস্যরা বাড়িতে না থাকায় প্রতিবেশী তোফায়েল হোসেন চকলেট ও চিপস দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজের ঘরে নিয়ে যায়।কিছুক্ষণ পর শিশুটির মা বাড়ি ফিরে মেয়েকে খুঁজতে গিয়ে তোফায়েলের ঘরে প্রবেশ করলে দেখেন শিশুটিকে খাটে শুয়াইয়া যৌন নির্যাতন চালাচ্ছেন তোফায়েল। তখন শিশুটির মা ডাক চিৎকার করিলে তোফায়েল দ্রুত পালিয়ে যায়। ঘটনার পর শিশুটিকে উদ্ধার করে তার মা থানায় অভিযোগ দায়ের করেন।সিংগাইর থানার ওসি (তদন্ত) স্বপন কুমার সরকার জানান, এই ঘটনার বিষয়ে মামলা গ্রহণ করা হয়েছে। শিশুটিকে ২২ ধারা অনুযায়ী জবানবন্দি দেওয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।