
শাওন, মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নে কালিয়াকৈর ইব্রাহিমিয়া দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এক বিশেষ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১৬ মার্চ) বিকেলে আয়োজিত এ মাহফিলে সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি আলহাজ্ব আব্দুল সালাম কোম্পানি। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সৌদি প্রবাসী মোঃ হায়াত আলী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত দৈনিক দিনকাল পত্রিকার সিংগাইর প্রতিনিধি, মানিকগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম রিয়াজ বলেন, “এতিম ও অসহায় শিশুদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সমাজের সকল বিত্তবানদের এ ধরনের মহৎ কাজে এগিয়ে আসা উচিত।”অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, তারেক রহমানের সুস্থতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এতে মাদ্রাসার শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।