1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৭:৩৪ পূর্বাহ্ন

সাতক্ষীরায় রেললাইন সংযোগ বাস্তবে রুপ নিতে যাচ্ছে

  • প্রকাশের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

 

দিগন্তর রিপোর্ট।। সাতক্ষীরায় রেল লাইন সংযোগ দেয়ার লক্ষে ঢাকাস্ত সাতক্ষীরা সদর উপজেলা সমিতির সভাপতি ও বৃহত্তর খুলনা সমিতির ট্রেজারার মো: আফসার আলীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল গতকাল ৩ আগষ্ট ২০২৫ ইং সকাল ১১ ঘটিকায় রেলপথ সচিব জনাব ফাহিমুল ইসলামের সাথে পূর্ব নির্ধারিত সভা করেন এবং এতদসংক্রান্ত একটি স্বারক লিপি পেশ করেন।উক্ত সভায় রেলের মহা পরিচালক ও অতিরিক্ত মহা পরিচালক উপস্থিত ছিলেন।সাতক্ষীরায় রেললাইন সংযোগ দেয়ার জন‍্য ইতোপূরবে মাননীয় মন্ত্রী পরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ রেলপথ সচিবকে অনুরোধ করেছেন বলেও রেলপথ সচিব সভায় উল্লেখ করেন।সমিতির স্বারক লিপির প্রেক্ষিত খুব শীঘ্রই সাতক্ষীরায় রেলপথ সংযোগের বিষয়ে প্রকল্প পাশের লক্ষে ডিপিপি প্রনয়নের কাজ শুরু করবেন বলে রেলপথ সচিব উপস্থিত সকলকে আশ্বস্থ করেন।সভা শেষে মো: আফসার আলীর দাবী মেনে নিয়ে প্রকল্প প্রস্তাব দেয়ার বিষয়ে নিশচয়তা দেয়ার জন‍্য রেলপথ সচিব, রেলের মহা পরিচালক ও অতিরিক্ত মহাপরিচালককে ধন‍্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং মাননীয় মন্ত্রী পরিষদ সচিবের প্রতি জেলাবাসীর পক্ষ হতে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।পরে মো: আফসার সচিবালয়ে মন্ত্রী পরিষদ সচিবের দপ্তরে যেয়ে ধন‍্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা জানাইয়া আসেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park