
শাওন,মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।রবিবার দিবাগত রাতে সাটুরিয়া উপজেলার গোলড়া গ্রামের কামতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে পাঁকা রাস্তার উপর হইতে তাঁদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন- মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চর কাটারী গ্রামের মৃত মিয়া চান মন্ডলের ছেলে সায়েদ মন্ডল ওরফে সাইদ (৪২), কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার দমদমিয়া গ্রামের গুরা মিয়ার মেয়ে সেতারা বেগম (৪৫)।ডিবি ও মামলা সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সায়েদ মন্ডল ওরফে সাইদ এর কাছ থেকে ৩০০ পিস এবং সেতারা বেগম এর কাছ থেকে আরও ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার হাজার টাকা। গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য।ডিবির ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম জানান,”মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাটুরিয়া থানায় একটি মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়ছে । মাদক বিরোধী এই অভিযান অব্যাহত রাখা হয়েছে”।