1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৭:৫৪ পূর্বাহ্ন

সাজেকে চান্দের গাড়ি দুর্ঘটনায় খুবি শিক্ষার্থী নিহত, আহত ১১

  • প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

 

খুলনা প্রতিনিধি।। সাজেক যাওয়ার পথে চান্দের গাড়ি দুর্ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ২১ ব্যাচ ফিজিক্স ডিসিপ্লিনের রুবিনা আফসানা রিংকি নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছে গাড়িতে থাকা আরও ১১ শিক্ষার্থী।

জানা গেছে, বুধবার (১৭ সেপ্টেম্বর) খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ডিসিপ্লিনের সেশনাল ট্যুরের একটি চান্দের গাড়ি সাজেক যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়েছে। গাড়িতে থাকা মোট ১২ জন শিক্ষার্থীর মধ্যে একজন নিহত হয়। আহত অন্য শিক্ষার্থীদের খাগড়াছড়ি মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, সাজেকের শিজক ছড়া-হাউজপাড়া এলাকায় খুবি শিক্ষার্থীদের বহনকারী জীপটি খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা রিংকি নামের ওই শিক্ষার্থী নিহত হন।

শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার।

এদিকে, দুর্ঘটনার পর সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমেনা মারজান বলেন, ‘আমি বিষয়টি শুনেছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি নিয়ে যাওয়া হচ্ছে। তারা সবাই খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জেনেছি।’

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ১৪ সেপ্টেম্বর ৪২ জন শিক্ষার্থীর এই দলটি সেশন ট্যুরে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ত্যাগ করে। তাদের আগামী ২০ সেপ্টেম্বর ফেরার কথা।

খুবি পরিবারের শোক :

এই শোকাবহ ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে মর্মাহত। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে খাগড়াছড়ি সিভিল প্রশাসন ও পুলিশ প্রশাসনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। খুলনা বিশ্ববিদ্যালয় পরিবার রুবিনা আফসানা রিংকির আত্মার মাগফিরাত কামনা করছে। একই সাথে আহত শিক্ষার্থী ও শিক্ষকের দ্রুত আরোগ্যের জন্য সকলের দোয়া প্রার্থনা করছে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের মসজিদসহ সকল উপাসনালয়ে নিহত শিক্ষার্থীর আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতার জন্য বিশেষ দোয়া ও প্রার্থনা করার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়ে‌ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park