1. admin@dainikdigantor.com : admin :
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ১২:২১ অপরাহ্ন

সরকারের আস্থা যাচাইয়ে গণভোট এখন সময়ের দাবি : সাবেক মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদ

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

 

এস কে লিটন।। সাবেক মন্ত্রী বাংলাদেশ লিভারেল ডেমোক্রেটিক পার্টির (বিএলডিপি)চেয়ারম্যান এম নাজিম উদ্দিন আল আজাদ বলেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আস্থা যাচাইয়ে গনভোট (হ্যা না) ভোট এখন সময়ের দাবী।গতকাল বিকাল ৪ টায় মালিবাগস্থ বিএলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ঐক্য সমন্বয় পরিষদ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (বিএনডিপি) চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলনের (বিজিএ) চেয়ারম্যান এ আর এম জাফরুল্লাহ চৌধুরী, সেকেন্দার আলী মনি,ফেডারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান প্রফেসর এ আর খান,মিজানুর রহমান মিজু,এস এম আমানুল্লাহ,জাস্টিস পাটির চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার,বিএনডিপির উপদেষ্টা মো: শামসুল  হক,স্বাধীন পার্টির চেয়ারম্যান মির্জা আজম, বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান খান, বাংলাদেশ নাগরিক পার্টির চেয়ারম্যান মোঃ ইয়াসির আখতার, বিএলডিপির সিনিয়র ভাইস চেয়ারম্যান মো: কবির হোসেন,বিএনডিপির মহাসচিব শাহবাজ জামান, যুগ্ম মহাসচিব মোঃ জাহাঙ্গীর হোসেন আব্দুর রব লিটন প্রমুখ।এ সময় প্রধান অতিথি বলেন ছাত্র জনতার গণঅভ্যুত্থানে রক্তের পিচ্ছিল পথ ধরে বাংলার ভাগ্যাকাশে যে নতুন সূর্যোদয় ঘটেছে স্বৈরাচার জুলুমবাজ ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের মাধ্যমে নোবেল বিজয়ী প্রফেসর ড. মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার দেশের হাল ধরেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park