
ডেস্ক রিপোর্ট।।নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। চলচ্চিত্রে নিয়মিত দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সরব এই নায়ক। বিভিন্ন বিষয়ে নিজের মতামত প্রকাশ করতে এ মাধ্যমকে ব্যবহার করেন। এবার সয়াবিন তেলের সংকট নিয়ে কথা বললেন ওমর সানী।সামাজিক যোগাযোগ মাধ্যমে ওমর সানী লেখেন, “হঠাৎ করে সয়াবিন তেল উধাও। তার মানে, এখনো আপনাদের হারামিপনা কমে নাই। এই সিন্ডিকেটগুলোকে গণপিটুনির ব্যবস্থা করা ছাড়া আর উপায় নাই।”সিন্ডিকেট করে যারা দ্রব্যমূল্য বৃদ্ধি করেন, তাদের উদ্দেশ্যে ওমর সানী বলেন, “দয়া করে সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বৃদ্ধি করবেন না। এগুলো করলে দেখবেন সব হারাতে হবে। কিছুদিন পরে লিভার নাই, কিডনি নাই, ক্যানসার, বউ নাই, বাচ্চা কেই নাই।