
শরীয়তপুর প্রতিনিধি:শরীয়তপুরের সখিপুর থানায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ধারালো অস্ত্রের আঘাতে আনোয়ার মাদবর (৬৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হন।
সোমবার (২০ অক্টোবর) সকালে সখিপুরের ডিএমখালী ইউনিয়নের কাদির সরকার কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
আহত আনোয়ার মাদবর ডিএমখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের কাদির সরকার কান্দি গ্রামের মৃত হাবিব মাদবরের ছেলে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমি নিয়ে একই গ্রামের দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। সোমবার সকালে জমির বিরোধ নিয়ে দুই পক্ষে কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে হঠাৎ করে সুমন মাদবর (৪০) ধারালো এক ছেনদা নিয়ে এসে এলোপাতাড়ি কুপ ছাড়তে থাকে, ঘটনাস্থলে থাকা আনোয়ার মাদবরের শরীরে কুপ লাগে, এতে তিনি রক্তাক্ত ও গুরুতর আহত হন।
চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত আনোয়ার মাদবরকে প্রথমে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে শরীয়তপুর সদর হাসপাতাল হয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
এ ঘটনায় আনোয়ার মাদবর সখিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি অভিযোগে বলেন, এটি পূর্বপরিকল্পিত হামলা। জমি নিয়ে বিরোধের জেরে আমাকে হত্যার চেষ্টা করা হয়েছে। আমি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
অন্যদিকে অভিযুক্ত ব্যক্তি একই গ্রামের মৃত জামাল মাদবরের ছেলে মো: সুমন মাদবর (৪০) সাথে যোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ সম্ভব হয়নি।
সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ আহমেদ জানান, ভুক্তভোগীর পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।