
শ্রীমঙ্গল প্রতিনিধি।। শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নের সিরাজনগর এলাকার (১৩) মেয়েকে অপহরণের মুল আসামী গাজীপুর ছাত্তার গেইট এলাকা থেকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।এসময় অপহৃত ভিকটিমকে উদ্ধার করে পুলিশ।গ্রেফতারকৃত আলমগীর হোসেন মৌলভীবাজার সদর থানার স্বল্প জ্যকান্দি গ্রামের আলিম মিয়ার পুত্র।গত ৯ সেপ্টেম্বর প্রতিবেশী (১৩) ভিকটিমকে অপহরন করে নিয়ে পালিয়ে যায়।এব্যাপারে ভিকটিমের চাচা মোঃ তাজুল ইসলাম বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় নারী শিশু নির্যাতন দমন আইনের মামলা করেন।পুলিশ সুপার এম, কে, এইচ জাহাঙ্গীর হোসেনের সার্বিক দিক নির্দেশনায় তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামীর অবস্থান নির্ণয় করে ১৮ সেপ্টেম্বর গাজীপুর জেলার কালিয়াকৈর ছাত্তার গেইট হতে গ্রেফতার ও অপহৃত ভিকটিম (১৩)‘কে উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত আলমগীর হোসেনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।