1. admin@dainikdigantor.com : admin :
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৮:৪৭ অপরাহ্ন

শিক্ষার্থীদের জন্য বাস ভাড়া ৩০ শতাংশ ছাড়

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

 

স্টাফ রিপোর্টার।।মাগুরার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আবেদনের প্রেক্ষিতে সাতটি অভ্যন্তরীণ বাস রুটে ছাত্রদের জন্য  ৩০ শতাংশ কম ভাড়ায় যাতায়াতের ব্যবস্থা করেছে জেলা বাস মালিক সমিতি।রোববার বিকাল ৫টার দিকে মাগুরা সরকারি হোসেন শহিদ সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির জেলা সমন্বয়ক শফিকুল ইসলাম জানান,  জেলা সদরের সঙ্গে মোহাম্মদপুর, শালিখা ও শ্রীপুর উপজেলার সাতটি রুটে শুধুমাত্র শুক্রবার ব্যতীত প্রতিদিন ছাত্ররা তাদের প্রতিষ্ঠানের পরিচয়পত্র দেখানোর সাপেক্ষে ৩০ শতাংশ কম খরচে যাতায়াত করতে পারবেন।এছাড়া জেলা প্রশাসনের মাধ্যমে শহরের ভায়নার মোড় থেকে পারনান্দুয়ালি পর্যন্ত সড়কটি ছাত্র আন্দোলনের শহিদ রাব্বির নামে ও শ্রীপুরের ওয়াবদা থেকে নাকোল বাজার পর্যন্ত শহিদ ফরহাদের নামে রাস্তার নামকরণ সম্পন্ন হয়েছে বলে জানান তারা।জেলার অন্য ৮জন শহিদদের নামেও নিজ নিজ এলাকায় সড়ক বা সেতুর নামকরণের কাজ চলছে। দেশের চলমান বন্যা পরিস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাগুরার পক্ষ থেকে আজ বন্যা দুর্গত এলাকার মানুষের জন্য প্রায় ৫ লাখ টাকার ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে বলে জানান সংগঠনের নেতারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park