1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহের মধুহাটিতে ৮ বছরের বাচ্চাকে ধর্ষণের চেষ্টা করেছেন ৩৫ বছরের যুবক রাজধানীতে দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলিতে নিহত ১ দুদকের ইতিহাসে সবচেয়ে বড় মামলা এস আলমের বিরুদ্ধে মানিকগঞ্জে ৪ লাখ টাকার হেরোইনসহ এক যুবক গ্রেফতার সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা পেঁয়াজের কোনো সংকট নেই, যথেষ্ট মজুদ রয়েছে : বাণিজ্য উপদেষ্টা ড. ইউনূসকে নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্যে কড়া প্রতিক্রিয়া জানাল ঢাকা হঠাৎ মেট্রোরেল কর্মীদের সব ছুটি বাতিল, বাড়তি সতর্কতা জারি আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে বিশেষ বৈঠক, যেসব সিদ্ধান্ত এলো মানিকগঞ্জে ইয়াবাসহ এক যুবক গ্রেফতার

লালে সয়লাব ফেসবুক

  • প্রকাশের সময় : বুধবার, ৩১ জুলাই, ২০২৪

 

বিশেষ প্রতিবেদক।।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ঘোষিত চোখে-মুখে লাল কাপড় বেঁধে ছবি অনলাইনে প্রচার কর্মসূচির অংশ হিসেবে ফেসবুক সয়লাব হয়েছে লাল রংয়ের প্রোফাইল ছবিতে। পাশাপাশি অনেককে চোখে ও মুখে লাল কাপড় বেঁধে ছবি দিতেও দেখা গেছে।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিভিন্ন প্রোফাইল, গ্রুপ ও পেইজ ঘুরে এমন চিত্র দেখা গেছে।

কোটা আন্দোলন ঘিরে নিহতদের স্মরণে মঙ্গলবার দেশব্যাপী শোক পালনের সিদ্ধান্ত নেয় সরকার। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সরকার ঘোষিত শোক কর্মসূচি সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ। সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে, মুখে লাল কাপড় বাঁধার কর্মসূচির কথা বলেন সমন্বয়ক মাহিন সরকার।

এরপর সোমবার রাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শিক্ষার্থীরা তাদের প্রোফাইলের ছবি লাল রংয়ের করেন। অনেকে আবার মুখে ও চোখে লাল কাপড় বাঁধা ছবিও নিজের প্রোফাইল পিকচার হিসেবে দিয়েছেন। এর মধ্যে শিক্ষক, সংস্কৃতিকর্মী, সাংবাদিক, লেখক, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ রয়েছেন।

সাহিত্যিক দীপু মাহমুদ লিখেছেন, আজ থেকে আমার শোকের রঙ টকটকে দ্রোহী লাল।

নাট্যব্যক্তিত্ব আহমেদ আলী হায়দার পোস্টে লিখেছেন, সেদিন শহরে অদ্ভুত ঘটনা ঘটলো। সারা দেশে। বিকেলে তরুণ ছেলেমেয়েদের রাস্তায় দেখা গেলো লাল কাপড় গায়ে। কারও গায়ে লাল শার্ট, কারও গায়ে লাল টি-শার্ট, কেউ পরেছে লাল পাঞ্জাবি, কেউ লাল টপস, লাল কামিজ, লাল শাড়ি। তারা কোথাও যাচ্ছে না। বাইরে ঘুরতে বের হয়েছে। অনেক ছেলেমেয়ে একসঙ্গে নয়, কোথাও দুজন, কোথাও চার জন, কোথাও ছয় জন। তারা রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে কথা বলছে। দেয়ালে পা ঝুলিয়ে বসে চা খাচ্ছে, কথা বলছে। মজার ঘটনা ঘটলো, তখন দেখা গেলো শহরে তরুণদের সঙ্গে বয়স্ক ব্যক্তিরাও বাসা থেকে লাল কাপড় পরে বের হয়েছেন। কেউ দোকানে যাচ্ছেন, কেউ বিকেলের বাজারে বা কাজে। সেদিন বিকেলে সারা দেশের জেলা শহরে, উপজেলায়, ইউনিয়নে, গ্রামে অভাবনীয় দিঘল লাল ছড়িয়ে পড়লো।

প্রবাসী সাংবাদিক আহসান জুয়েল লিখেছেন, কী অদ্ভুত একটা সময়, পৃথিবী অবাক তাকিয়ে দেখছে— কোটি মানুষ তাদের প্রোফাইল ছবি লাল রঙে রাঙিয়ে তুলেছে। কালো শোক নয়, ছাত্রদের রক্তের লালের বিজয় এটা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সাইফুল আলম চৌধুরী লিখেছেন, মানুষের মৃত্যুর পরও কেন মানুষ কালোকে বেছে না নিয়ে লালকে বেছে নিল? আপনাদের ধ্বংসযজ্ঞ, ষড়যন্ত্র, তৃতীয় শক্তি, পানি ছিটানো, গুজব রোধ, নিরাপত্তা হেফাজত— এসব তত্ত্ব আর ন্যারেটিভের বিরুদ্ধে এটা যে কত বড় শক্ত প্রতিবাদ, সেটা আপনাদের মতো বড় বড় ন্যারেটিভের জন্মদাতা ও প্রচারকের বোঝার ক্ষমতা নেই। কালো যেখানে শোকের প্রতীক, লাল সেখানে বিপ্লব আর ভালোবাসার রং। লাল শৌর্যবীর্য আর সাহসিকতার প্রতীক।

লাল কাপড় বাঁধার কারণ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেন, সরকার শোক দিবস ঘোষণার প্রতিবাদে আমরা তাদের কালো ব্যাজ ধারণ কর্মসূচিকে বয়কট করেছি। আমাদের এবারের কর্মসূচি লাল কাপড় মুখ ও চোখে বেঁধে অনলাইন ক্যাম্পেইন পরিচালনা।

কোটা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে সংঘর্ষে সরকারি হিসাবে দেড় শতাধিক মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার মন্ত্রিসভার বৈঠকে নিহত ব্যক্তিদের স্মরণে মঙ্গলবার সারা দেশে শোক পালনের সিদ্ধান্ত হয়। এরপর রাতে শিক্ষার্থীদের ৯ দফা দাবির পক্ষে রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করে আজ মুখ ও চোখে লাল কাপড় বেঁধে ছবি তোলার কর্মসূচি ঘোষণা করেন কোটা আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park