
সাদ্দাম মির্জা : যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম সাংবাদিক নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন। বুধবার বিকেলে কালেক্টরেট সভা কক্ষে ছিল এই আয়োজন।
এ সময় তিনি বলেন, যশোরের উন্নয়নের লক্ষ্যে সবাই মিলেমিশে কাজ করবো। অনাচার ও অত্যাচারের বিরুদ্ধে দেশে ছাত্র-জনতার বিপ্লব হয়েছে। এ বিপ্লবের পর সংস্কারের কাজ হচ্ছে। রাষ্ট্র ও সমাজ সংস্কারের কাজ একসাথে করবো। এই জেলায় যেসব সমস্যা আছে সেটা দূর করে সম্ভবনাকে কাজে লাগিয়ে সুন্দর জায়গায় নিয়ে যাবো। একাজের রূপরেখা তৈরি করতে একসাথে পথ চলবো ও কাজ করবো।
তিনি বলেন, এবার ভারী বৃষ্টি হওয়ায় ভবদহ এলাকা বেশি প্লাবিত হয়েছে। এর মধ্যে টানা তিনদিন বিদ্যুৎ না থাকার কারণে বৈদ্যুতিক সেচযন্ত্র দিয়ে পানি সরানোর কাজ বন্ধ থাকায় সেই ভোগান্তি দ্বিগুণ হয়। ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে আপাত ব্যবস্থা হিসেবে ভবদহ স্লুইসগেটের ওপর বৈদ্যুতিক সেচযন্ত্র দিয়ে পানি সরানোর কাজ চলছে। এ ছাড়া সমস্যাটি স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হবে।
এরপর জেলা প্রশাসক সাংবাদিকদের কাছ থেকে যশোরের বিভিন্ন সমস্যা মনযোগ দিয়ে শোনেন। লাইসেন্স বিহীন অটো রিক্সা ও ইজিবাইকের কারণে যানজট, রাস্তার পাশে বাস থামিয়ে রাখায় রাস্তা সংকুচিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় যশোরে চাকু মারামারি বেড়েছে। শহরের বাসস্ট্যান্ডগুলো থেকে পৌরসভার স্লিপ দিয়ে নিরব চাঁদাবাজি করা হচ্ছে বলে সাংবাদিকরা জেলা প্রশাসককে জানান। সাংবাদিকরা জেলা প্রশাসককে জেলা প্রশাসন ভবন দৃষ্টি নন্দন ও যশোরের ঐতিহ্য ধরে রাখতে রেজিস্ট্রি অফিসের পুরাতন ভবন জাদুঘর করার প্রস্তাব দেন।
বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম উদ দ্দৌলা, দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, প্রেসক্লাব যশোরের সাবেক সহসভাপতি নুর ইসলাম, সদস্য হাবিবুর রহমান মিলন, দপ্তর সম্পাদক আব্দুল কাদের, দৈনিক টেলিগ্রামের সম্পাদক বিনয় কৃষ্ণ মল্লিক, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু, সাবেক সভাপতি ফারাজী আহমেদ সাইদ বুলবুল, সাবেক সভাপতি সাজ্জাদ গনী খান রিমন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাবেক সভাপতি এম আইউব, সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, যুগান্তরের যশোর প্রতিনিধি ইন্দ্রজিৎ রায়, প্রথম আলোর যশোর প্রতিনিধি মনিরুল ইসলাম, মাছ রাঙা টেলিভিশনের যশোর প্রতিনিধি রাহুল রায়, দৈনিক রানারের ডেপুটি এডিটর প্রণব দাস।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট কমলেশ মজুমদার, গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, দৈনিক স্পন্দন পত্রিকার নির্বাহী সম্পাদক মাহাবুব আলম লাবলু প্রমুখ। সভা পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখা।