
এ এইচ নান্টু,বাগেরহাট প্রতিনিধি।।বাগেরহাটের মোংলায় ধর্ষণ চেষ্টা, হামলা ও ভাংচুরের ঘটনায় মামলা না নিয়ে উল্টো ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে এলাকা ছাড়া করার অভিযোগ তুলে মোংলা থানার ওসির অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্ধারা।শুক্রবার (২৪ মে) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে ভুক্তভোগী মোংলা উপজেলাবাসীর ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।এ সময় ভুক্তভোগী ফাতেমা আক্তার, নাসিমা বেগমসহ আরও অনেকে বক্তব্য দেন।মানববন্ধনে ভূক্তভোগীরা বলেন, ন্যায় বিচারের জন্য মানুষ পুলিশের কাছে যায়। কিন্তু ধর্ষণ চেষ্টা, হামলা ও ভাংচুরের ঘটনায় মামলা না নিয়ে মোংলা থানার ওসি কেএম আজিজুল ইসলাম দুর্বৃত্তদের পক্ষে অবস্থান নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে ভুক্তভোগীদের। ফলে মোংলার ২১টি পরিবার অসহায় জীবনযাপন করছে।মোংলা থানার ওসি কেএম আজিজুল ইসলাম নানা অনিয়ম, দুর্নীতির সাথে জড়িত বলে অভিযোগ করে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, আমি ঐ সময় তাদেরকে মামলা দেওয়ার জন্য থানায় আসতে বললেও তারা আসেনি। এছাড়া মানববন্ধনে আমার বিরুদ্ধে যেসকল অভিযোগের কথা বলা হয়েছে তা সম্পূর্ন মিথ্যা।