
শাওন, মানিকগঞ্জ প্রতিনিধি।।বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানিকগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে পৌর এলাকার বেউথা ঘাটে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ এবং সঞ্চালনা করেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট মুরাদ হোসেন।কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন।বক্তব্যে তিনি বলেন, “বর্তমানে মানুষের মুখেই শোনা যায়—আওয়ামী লীগ, ছাত্রলীগ বা যুবলীগের কাউকে আর খুঁজে পাওয়া যায় না; সবাই এখন বিএনপি হয়ে গেছে। তবে সদস্য সংগ্রহের সময় আমাদের সতর্ক থাকতে হবে, যাতে কোনো সুযোগসন্ধানী বা সুবিধাবাদী ব্যক্তি ভুলক্রমে দলে অন্তর্ভুক্ত না হয়।”এসময় আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক, পৌর ৯নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক মো. হাসানুর, পৌর ৯নং ওয়ার্ড বিএনপির কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন আনা, এবং পৌর ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি জিয়াউর রহমানসহ প্রমুখ।