
রাজু আহম্মেদ শাওন, মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জ পৌরসভার বেউথা বোয়ালিয়া গ্রামের শাপলা ক্লাব নানা অবহেলায় অনেক বছর ধরে বন্ধ ছিলো।এজন্য মানিকগঞ্জ পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক এডভোকেট মুরাদ হোসেন,সিনিয়ার যুগ্ম আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন আনা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন আহ্বায়ক এডভোকেট আব্দুল খালেক জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ ময়নূল ইসলাম শরীফ পূণরায় ক্লাবটি স্বচল করার উদ্যোগ নেয়।যে কারনে পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যবৃন্দ শাপলা ক্লাবের মাধ্যমে বিকাল ৪.৩০ ঘটিকায় ফুটবল খেলার আয়োজন করে।ফুটবল খেলায় বিবাহিত ও অবিবাহিত তরুণরা অংশগ্রহণ করে বিবাহিত ০৪ অবিবাহিত ০১ গোলে করে খেলা পরিসমাপ্তি ঘটায়। এলাকাবাসী দীর্ঘদিন পর একটি প্রাণবন্ত ফুটবল খেলা উপভোগ করে।পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এডভোকেট মুরাদ হোসেন বলেন খেলাধুলার সুযোগ না পেয়ে তরুণরা ঝুকছে অনলাইন গেইমিং, মাদকসহ নানা অনৈতিক কার্যকলাপে।মানব শরীরের জন্য খেলাধুলা হচ্ছে মহৌষধ। শরীর ও মনকে সুস্থ সবল রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই। প্রাচীনকাল থেকেই খেলাধুলার মাধ্যমে মানুষ যেমন তার শারিরীক সুস্থতা নিশ্চিত করেছে তেমনি তার মানসিক প্রফুল্লতারও বিকাশ ঘটায়।পৌর স্বেচ্ছাসেবক দলে শাপলা ক্লাবটি পুনরায় চালু করায় তরুণরাও খুবই আনন্দিত।