
জয় ই মামুন বিশেষ প্রতিবেদক।। মানিকগঞ্জ জেলা শহরের পল্লী মঙ্গল ক্লাব মাঠে পৌর বিএনপির ৫নং ওয়ার্ডের আয়োজনে শুক্রবার বিকেল ৪ ঘটিকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কতৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামত এর প্রচারনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উক্ত প্রচারণা ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন মানিকগঞ্জ পৌর বিএনপির সহ সভাপতি জনাব আব্দুর রশিদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সফল সভাপতি ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আফরোজা খান রিতার আস্থাভাজন মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জনাব রফিক উদ্দিন ভুঁইয়া হাবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ সভাপতি ও পল্লী মঙ্গল ক্লাবের সাধারণ সম্পাদক রস্তম উদ্দিন ভুঁইয়া বাবু,মানিকগঞ্জ জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য জনাব সাইফুল ইসলাম, জেলা যুবদল নেতা সেলিম হোসেন, পৌর সেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শামীম হোসেন,পৌর বিএনপি নেতা মোঃ হাসান, পৌর যুবদল নেতা নুরুল ইসলাম, সহ পৌর বিএনপি নেতৃবৃন্দ যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল কৃষক দল ও সহযোগী অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ। পবিত্র কুরআন থেকে তেলওয়াত করার পর প্রধান অতিথি ৩১ দফার লিফলেট বিতরণ করেন।বৈরী আবহাওয়ার কারণে অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয় যে কারনে অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অথিতি এবং নেতৃবৃন্দের কোন বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয় নাই শুধু প্রধান অতিথি মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সফল সাংগঠনিক সম্পাদক রফিক উদ্দিন ভুঁইয়া হাবু ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামত এর বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি উল্লেখ করেন যে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের মানুষের কষ্ট লাঘব করতে ১৯ দফা দাবি দিয়েছিলেন তারই যোগ্য উত্তরসুরী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব দেশের সকল শ্রেণির মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন এর জন্য ৩১ দফার প্রস্তাব করেছেন।বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে আমরা ৩১ দফার বাস্তবায়ন কবর। এই ৩১ দফার মধ্যে সাধারন কৃষক থেকে শুরু করে সমাজের উচ্চ এবং মধ্যবৃত্ত সবার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। তিনি অবিলম্বে প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনুস সাহেব কে অনুরোধ করে বলেন সংস্কার শুধু আপনাদের কাজ না নির্বাচিত সরকার আসলে তারা ও সংস্কার করতে পারবে। সংস্কার এর দোহাই দিয়ে নির্বাচন নিয়ে কোন টালবাহানা করে জনগণের হাসির প্রাত্র হবেন না। অবিলম্বে নির্বাচন দিয়ে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিন দেশের মানুষ আপনাকে সারা জীবন মনে রাখবে।পরিশেষে সভাপতি সাহেব উপস্থিত সকল নেতৃবৃন্দের কে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।