
মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জ ঘিওর উপজেলায় নালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মীর শাহিনুর রহমান সবুজের জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়। শুক্রবার(১৮ অক্টোবর) বিকেলে উপজেলার হেলাচিয়ায় এই বৃক্ষরোপন কর্মসূচীতে অংশ নেয় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।পরে সন্ধ্যায় কেক কেটে সদস্য সচিবের জন্মদিন উদযাপন করা হয়।এ সময় নালী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রতন, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো: আসিফ খান, নালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক প্রীতম উল্লাহ রিমন, সুজন মিয়াসহ প্রমুখ উপস্থিত ছিলেন।এ ছাড়াও মোঃ প্রিন্স খন্দকার, মো: আল-আমিন, রাসেল, পিয়াল, কাউসার, রাব্বি, সাব্বিরসহ নালী ইউপি স্বেচ্ছাসেবক দলে কর্মীরা উপস্থিত ছিলেন।বৃক্ষরোপন শেষে ইউপি স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করেন।এ ছাড়া বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার দিকনির্দেশনায় দলীয় সকল কর্মসূচি বাস্তবায়ন করতে একযোগে কাজ করার প্রত্যয় বক্ত্য করেন নেতা-কর্মীরা।