
মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জে ডাব বিক্রেতা মো.জাকির হোসেনকে ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।শুক্রবার (১৩ জুন) সকাল ১০ টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ঠ সদর হাসপাতালের উত্তর পার্শ্বে মোঃ রাকিবুল ইসলাম (সজল) এর ইউনাইটেড মেডিসিন কর্ণার এর সামনে হইতে মাদক ব্যবসায়ী মোঃ জাকির হোসেনকে গ্রেফতার করা হয়।সে সদর উপজেলার বান্দুটিয়া এলাকার মো. আ. জলিল মুন্সির ছেলে।পুলিশ জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় মো.জাকির হোসেনকে গ্রেফতার করা হয়।তার কাছ থেকে উদ্ধার করা ২০ পিস ইয়াবার বাজারমূল্য ৬ হাজার টাকা।ডিবির ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন জানান,গ্রেফতার আসামির বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।