
শাওন,মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শিবালয় উপজেলার দশচিরা এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়। পরদিন বুধবার দুপুরে আদালতে সোপর্দ করলে বিচারক তাঁদের জেলহাজতে প্রেরণের আদেশ দেন।গ্রেফতারকৃতরা হলেন,শিবালয় উপজেলার দশচিরা এলাকার মৃত মাছেম শিকদারের দুই ছেলে মো. আজাদ শিকদার (৪০) ও মো. সেলিম শিকদার (৩৫), একই এলাকার মো. হযরত আলীর ছেলে মো. রাজু আহমেদ (২০) এবং মো. মমেজ উদ্দিনের ছেলে মো. কবির হোসেন (৩০)।ডিবি পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় আজাদ শিকদারের পরিহিত লুঙ্গির ডান কোচর থেকে ১০০ পিস, সেলিম শিকদারের জিন্স প্যান্টের সামনের ডান পকেট থেকে ৫০ পিস, রাজু আহমেদের জিন্স প্যান্টের সামনের ডান পকেট থেকে ৩০ পিস এবং কবির হোসেনের লুঙ্গির ডান কোচর থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬১ হাজার ৫০০ টাকা।ডিবির ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম জানান, মাদক বিরোধী বিশেষ অভিযানে ২০৫ পিস ইয়াবাসহ চার জনকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিবালয় থানায় একটি মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়ছে । মাদক বিরোধী এই অভিযান অব্যাহত রাখা হয়েছে।