
শাওন,মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জে ১৬ গ্রাম হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।সোমবার (৪ আগষ্ট) রাত সাড়ে ৮টার দিকে সিংগাইর উপজেলার গোবিন্দল (ভোর বাজার) এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন—মিলন দেওয়ান ওরফে মলের ছেলে আব্দুল করিম (২৯), লাল মিয়া বেপারীর ছেলে মো. মুজাহিদ (৩০),খালেক দেওয়ানের ছেলে মো. সোহাগ দেওয়ান (৪০),সকলেই মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার গোবিন্দল (ভোর বাজার) এলাকার বাসিন্দা।ডিবি ও মামলা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডিবি পুলিশ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। অভিযানে আব্দুল করিমের দখল থেকে ১০ গ্রাম, মো. মুজাহিদের দখল থেকে ৪ গ্রাম এবং মো. সোহাগ দেওয়ানের দখল থেকে ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোট ১৬ গ্রাম হেরোইনের বাজারমূল্য আনুমানিক ১ লাখ ৬০ হাজার টাকা।গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যাবসায়ী চক্রের সক্রিয় সদস্য।ডিবির ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, মাদক বিরোধী বিশেষ অভিযানে হেরোইনসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিংগাইর থানায় একটি মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।