
শাওন, মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জে ১৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সদর থানা পুলিশ।বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল পৌনে পাঁচটার দিকে মানিকগঞ্জ পৌরসভার মানরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মো. হেলাল হোসেন (৩৩)। সে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের সাদীনগর গ্রামের বাদশা মিয়ার ছেলে।জানা গেছে, হেলাল হোসেন দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ীদের কাছে ইয়াবা ডেলিভারি দিত। গতকাল চট্টগ্রাম থেকে ইয়াবা নিয়ে মানিকগঞ্জের এক মাদক ব্যবসায়ীর নিকট ডেলিভারি দিতে আসে হেলাল হোসেন। ডেলিভারি দেয়ার আগেই গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে উপ-পরিদর্শক মোহাম্মদ শামীম আল মামুন, উপ-পরিদর্শক মো. শাহীনুর রহমান, সহকারী উপ-পরিদর্শক খোরশেদ আলম ও সুমন ভুঁইয়ার টীম তাকে আটক করে।মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্ততি চলছে। আইনী প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।