
শাওন, মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জ পৌরসভার কেওয়ারজানী এলাকায় বর্ণাঢ্য আয়োজনে হুরন নাহার উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৫ জুলাই) সকালে বিদ্যালয়টির মিলনায়তন কক্ষে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্নু সিরামিকের ব্যবস্থাপনা পরিচালক ও হুরন নাহার উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রাশীদ মাইমুনুল ইসলাম অন্তু।তিনি অভিভাবক সমাবেশের পাশাপাশি স্কুলের আঙিনায় বৃক্ষ রোপন ও শিক্ষার্থী বৃদ্ধি হওয়ায় নতুন ৪ তালা ভবনের জায়গা পরিদর্শন করেন।এছাড়াও তিনি বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী, শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও অভিভাবকদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।জানা যায়, ১৯৮৭ সনে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার আন্ধারমানিক এলাকায় মুন্নু গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মরহুম হারুনার রশিদ খান মুন্নুর স্ত্রীর নামে নামকরণ করে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন তিনি। পরবর্তীতে পদ্মার ভাঙন জনিত সমস্যার কারণে ২০০৪ সালে মানিকগঞ্জ পৌরসভার কেওয়ারজানী এলাকায় বিদ্যালয়টি পুনঃপ্রতিষ্ঠা করেন।সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাশিদ মাইমুনুল ইসলাম অন্তু বলেন, আমার নানা মরহুম হারুনার রশিদ খান মুন্নুর প্রতিষ্ঠিত সকল শিক্ষা প্রতিষ্ঠান আরো সমৃদ্ধ করে গড়ে তুলতে আমার মা আফরোজা খানম রিতার সার্বিক নির্দেশনা ও সহযোগীতা নিয়ে নানার অসমাপ্ত কাজ গুলো সম্পন্ন করতে চাই। মরহুম হারুনার রশিদ খান মুন্নু ছিলেন এনালক যুগে আধুনিকতার প্রবর্তক। তিনি সকল ক্ষেত্রেই মান সম্পন্ন প্রতিষ্ঠান গড়ার কারিগর ছিলেন। তাই শিক্ষার মান উন্নয়নে তিনি অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছেন। সেসকল শিক্ষা প্রতিষ্ঠান বর্তমান সময়ে আরো আধুনিক ও সমৃদ্ধ করে গড়ে তুললে আমার মায়ের সার্বিক নির্দেশনায় আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা নিয়ে কাজ করতে চাই।