
রাজু আহম্মেদ শাওন,মানিকগঞ্জ জেলা প্রতিনিধি।।বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল মোঃ মইন খান মানিকগঞ্জে মন্দির পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেছেন।আজ সোমবার (১২ আগস্ট) দুপুরে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের নাজিরপুর গ্রামের শ্রী শ্রী গোবিন্দ শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ আকড়া মন্দির পরিদর্শন করেন। মন্দির পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন। এ সময় অন্যের মধ্যে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সেনাবাহিনী ক্যাম্পের কমান্ডার কর্নেল জুনায়েদ, মেজর মুকতাদির, জেলা প্রশাসক রেহানা আক্তার, পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান, মন্দির কমিটির সভাপতি সুনীল চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক বাবু রাধেশ্যাম সাহা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট ইতি রাণি প্রমুখ।এ সময় মেজর জেনারেল সকল মন্দির এবং সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তার সাথে বসবাস করার আশ্বাস দেন।সেনাবাহিনীর মেজর জেনারেল মোঃ মইন খান (নবম পদাতিক ডিবিশনের জিওসি)।।