1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
খুলনাসহ সকল আসনের ধানের শীষ প্রার্থীকে বিজয়ী করে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে উপহার দেব’ বেনজীরের ১১ কোটি টাকার অবৈধ সম্পদে চার্জশিট অনুমোদন দুদকের রাজনীতি সাধারণ নাগরিকদের হওয়া উচিত: নাহিদ কোর্টে হাজিরা দিতে গিয়েই গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী মামুন ঝিনাইদহের মধুহাটিতে ৮ বছরের বাচ্চাকে ধর্ষণের চেষ্টা করেছেন ৩৫ বছরের যুবক রাজধানীতে দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলিতে নিহত ১ দুদকের ইতিহাসে সবচেয়ে বড় মামলা এস আলমের বিরুদ্ধে মানিকগঞ্জে ৪ লাখ টাকার হেরোইনসহ এক যুবক গ্রেফতার সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা পেঁয়াজের কোনো সংকট নেই, যথেষ্ট মজুদ রয়েছে : বাণিজ্য উপদেষ্টা

মানিকগঞ্জে মাদ্রাসা সুপারের অপসারণ দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫

 

মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জ সদর উপজেলার সরুপাই আলহাজ্ব আব্দুল হালিম দাখিল মাদ্রাসার সুপার মো. ইউসুফ আলীর বিরুদ্ধে দুই শিক্ষার্থীকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে।এ ঘটনায় শনিবার (৩১ মে) দুপুর সাড়ে ১২টায় সরুপাই বাজারে মানববন্ধন করেন শিক্ষার্থী ও এলাকাবাসী।মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, সুপার ইউসুফ আলী দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারধর করে আসছেন। সম্প্রতি দুই শিক্ষার্থীকে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা ইউসুফ আলীর অপসারণ এবং আইনি ব্যবস্থার দাবি জানান।স্থানীয় বাসিন্দা জমির উদ্দিন বিশ্বাস বলেন, ‘শিক্ষার্থীরা যদি শিক্ষকের হাতে নির্যাতনের শিকার হয়, তাহলে তাদের ভবিষ্যৎ কোথায় যাবে? এর বিচার চাই।’নার্গিস বেগম নামে একজন অভিভাবক বলেন, ‘আমার সন্তান ভয় পেয়ে এখন মাদ্রাসায় যেতে চায় না।’এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সুপার ইউসুফ আলী সাংবাদিকদের বলেন, ‘আমি একটু শাসন করেছি।এত ব্যাখ্যা দিতে পারব না। সরি।’আইন কী বলে?বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীকে শারীরিক বা মানসিকভাবে নির্যাতন করা শিক্ষা অধিদপ্তর ও শিশু অধিকার আইন ২০১৩ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।শিশু আইন, ২০১৩–এর ৭০ ধারা অনুযায়ী, ১৮ বছরের নিচে কোনো শিশুকে শারীরিকভাবে আঘাত করলে তা শিশু নির্যাতন হিসেবে গণ্য হবে। এতে অভিযুক্ত ব্যক্তির তিন বছর পর্যন্ত কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে।এছাড়া জাতীয় শিক্ষানীতি ২০১০ অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ধরনের শারীরিক শাস্তি দেওয়া যাবে না। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) ২০১১ সালে এক নির্দেশনায় স্কুল–কলেজে শারীরিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। বিষয়ে মানিকগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেন, ‘ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসী ও অভিভাবকেরা মনে করছেন, দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ভবিষ্যতেও এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park