1. admin@dainikdigantor.com : admin :
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৯:৫৪ অপরাহ্ন

মানিকগঞ্জে ভাগাড় অপসারণের দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

 

শাওন-মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জ পৌরসভার ভাগাড় অপসারণের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কের মুলজান এলাকায় মানববন্ধন ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। সোমবার সকাল ১১টার দিকে এ কর্মসূচিতে অংশ নেন স্থানীয় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সংগঠনের সদস্য এবং এলাকার হাজারো মানুষ।মানববন্ধনে অংশ নেয় এসএ প্রি-ক্যাডেট স্কুল, মুলজান হাই স্কুল, মুলজান জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, গ্রামীণ ব্যাংক মুলজান শাখার কর্মকর্তা-কর্মচারী এবং প্রগতি সংঘ মুলজানের সদস্যরা। এ সময় হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল— “লোকালয়ে ভাগাড় কেন?”, “দূষণ চাই না, সঠিক ব্যবস্থাপনা চাই”, “ভাগাড় সরাও, কৃষিজমি বাঁচাও”, “আমরা শিশু, আমাদের বাঁচতে দাও” ইত্যাদি স্লোগান।মানববন্ধনে বক্তব্য দেন মুলজান হাই স্কুলের প্রধান শিক্ষক সলিম উদ্দিন, বিএনপি নেতা আনিসুর রহমান ফরহাদ, সানাউল হক টুলু, সাংবাদিক কাবুল উদ্দিন খান, স্থানীয় লুৎফর রহমান, খন্দকার আক্কাস আলী ও মশিউর রহমান বাবু প্রমুখ।মুলজান হাই স্কুলের দশম শ্রেণির ছাত্রী তাসনিমা আক্তার বলেন, “ভাগাড়ের দুর্গন্ধে আমরা স্কুলে ঠিকমতো পড়াশোনা করতে পারি না। মাঝে মাঝে বমি লাগে, মাথা ব্যথা হয়। অনেক সময় ক্লাসে মনোযোগ থাকে না। “মুলজান হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী জাকারিয়া হাসান বলেন, “আমরা কোরআন তিলাওয়াত করি, কিন্তু গন্ধে মন বসে না। আল্লাহর ঘরের পাশে এমন ভাগাড় রাখা ঠিক না।”একপর্যায়ে উত্তেজিত জনতা ঢাকা–আরিচা মহাসড়ক অবরোধ করে। প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সড়ক অবরোধ তুলে নেন স্থানীয়রা।বিএনপি নেতা আনিসুর রহমান ফরহাদ বলেন, “ভাগাড় স্থাপনের সময় থেকেই আমরা প্রতিবাদ করে আসছি। কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীরা রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে মামলা দিয়ে হয়রানি করেছে এবং জোর করে ভাগাড় নির্মাণ করেছে। মাত্র ৬০০ গজের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান ও লোকালয় থাকার পরও এভাবে ভাগাড় বসানো হয়েছে। এখন দুর্গন্ধে এলাকা বসবাসের অযোগ্য হয়ে পড়েছে।”তিনি আরও বলেন, “দূষণে রোগবালাই বাড়ছে। অবিলম্বে ভাগাড় সরানো না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।”মানববন্ধনে বক্তারা বলেন, মানিকগঞ্জ পৌরসভার ভাগাড় বর্তমানে মুলজান, বাগজান ও ভাট-বাউর এলাকার মানুষের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। এখান থেকে ভাগাড় দ্রুত সরিয়ে নেওয়ার দাবি জানান তাঁরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park