
জয় ই মামুন বিশেষ প্রতিবেদকঃ নিজের তৈরি বিমান আকাশে উড়ালেন মানিকগঞ্জের শিবালয় উপজেলার ষাইট ঘর তেওতা এলাকার তরুণ যুবক উদ্ভাবক মোঃ জুলহাস মোল্লা। এর প্রেক্ষিতে তার পাশে দাড়িয়েছেন মানিকগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী আহবায়ক আফরোজা খান রিতা তাকে উৎসায়িত করার জন্যে আজ ৫ মার্চ রোজ বুধবার মধ্যাহ্নে শিবালয় উপজেলার জাফরগঞ্জ বাজার এলাকায় গিয়ে মানিকগঞ্জের মা মাটি মানুষের নেতা বিএনপির চেয়াপারসন এর উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সফল সভাপতি মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আফরোজা খান রিতা বিমান উদ্ভাবক মোঃ জুলহাস মোল্লার হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন এবং জন্য দোয়া করেন সে যেন ভবিষ্যতে আরো সফলতা অর্জন করতে পারে। এ সময় স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তরুণ বিমান উদ্ভাবক জুলহাস মোল্লা জিয়নপুর বিকেএস উচ্চ বিদ্যালয় থেকে ২০১৪ ইং সালে এসএসসি পাশ করেছেন বলে জানা যায়। অর্থাভাবে পড়তে পারিনি বলে সে জানায়। সে বর্তমানে ঢাকায় ইলেকট্রিক মিস্ত্রির কাজে কর্মরত।