
শাওন,মানিকগঞ্জ প্রতিনিধি।। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিম্নমানের বৈদ্যুতিক মালামাল ক্রয়, সরবরাহ, প্রয়োজনীয় মালামাল ও জনবলের কৃত্রিম সংকট তৈরি করে গ্রাহক পর্যায়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীগণকে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।সোমবার(৩০ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১ টার দিকে জেলা শহরের খালপাড় এলাকায় ভাষা শহীদ রফিক চত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তরা বলেন, গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য দ্বৈতনীরি পরিবেপূর্বক BREB-PBS একীভূতকরণসহ অভিন্ন চাকুরী বিধি প্রণয়ন ও সকল চুক্তিভিত্তিক, অনিয়মিত কর্মচারীদের চাকুরি নিয়মিত করতে হবে। বিআরইবি(BREB) কর্তৃক প্রয়োজনীয় মালামাল কেনায় অনিয়ম হচ্ছে। নিম্নমানের সমাগ্রী কিনে গ্রাহকদের দেওয়ার কারণে মাঠ পর্যায়ে কাজ করতে গেলে আমাদের কর্মীরা নানান সমস্যার সম্মুখিন হচ্ছে। নিম্নমানের মালামালের কারণে গ্রাহকরাও হয়রানি হচ্ছে। গ্রাহকদের নিরবিচ্ছিন্ন ভাবে বিদুৎ সরবরাহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষে দ্রুত পদক্ষেপ নিতে হবে।এ সময় মানিকগঞ্জ পল্লী বিদুৎ সমিতির এজিএম(অর্থ) গিয়াসউদ্দিন শাকিল, এজিএম(প্রশাসন) রাজিবুল হাসানসহ প্রমুখ বক্তব্য রাখেন। মানববন্ধনের উপজেলার মানিকগঞ্জ পল্লী বিদুৎ সমিতির জোনাল, সাব-জোনাল অফিসের সকল ডিজিএম, এজিএমসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।