
শাওন,মানিকগঞ্জ জেলা প্রতিনিধি।।দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আয়োজনে আজ সোমবার মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের মাননীয় কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের মাননীয় কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ।জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মানোয়ার হোসেন মোল্লা অনুষ্ঠানের মডারেটরের দায়িত্ব পালন করেন। সকাল ৯টায় শুরু হওয়া এই গণশুনানিতে জেলার বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন এবং তারা দুর্নীতির বিরুদ্ধে তাদের অভিযোগ ও মতামত তুলে ধরেন।গণশুনানিতে বক্তারা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ওপর গুরুত্বারোপ করেন এবং জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান। এতে সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন, যারা সরাসরি জনগণের প্রশ্নের উত্তর দেন।দুদকের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সাধারণ জনগণ তাদের অভিযোগ উত্থাপন করার সুযোগ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন। তারা আশা করেন, উত্থাপিত অভিযোগগুলো যথাযথভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।