
শাওন,মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম বান্দুটিয়ায় বাইতুল হামদ জামে মসজিদের উদ্যোগে টানা ৪০ দিন জামায়াতের সঙ্গে নামাজ আদায়কারী কিশোরদের মাঝে পুরস্কার হিসেবে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।গত ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই উদ্যোগে ২৯ জন কিশোর অংশ নেন, যার মধ্যে ১৮ জন শেষ পর্যন্ত নিয়মিত নামাজ আদায় করে নির্বাচিত হন। শনিবার (১১ অক্টোবর) মসজিদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয়।এতে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি মো. গালিবর রহমান, সাধারণ সম্পাদক মো. এনামুল হক,ইমাম হাফেজ মাওলানা আবদুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক জান্নাতুল ফেরদৌস অনিক, অভিভাবক ও মুসল্লিরা।মসজিদ কমিটির সভাপতি মো. গালিবর রহমান বলেন, “ছোটদের মধ্যে ধর্মীয় অনুভূতি জাগ্রত করা এবং নামাজে অভ্যস্ত করে তোলাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।”মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবদুর রহমান বলেন, “কিশোরদের মসজিদমুখী করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। যারা টানা ৪০ দিন নামাজ আদায় করেছে, তাদের উৎসাহ হিসেবে সাইকেল দেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য ভবিষ্যৎ প্রজন্মকে নামাজপ্রিয় ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা।”জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক জান্নাতুল ফেরদৌস অনিক বলেন, “এটি অত্যন্ত মহৎ ও অনুপ্রেরণামূলক উদ্যোগ। প্রতিটি মসজিদেই এমন কর্মসূচি চালু করা উচিত।”পুরস্কারপ্রাপ্ত কিশোর আব্দুল ওয়াদুদ বলেন, “সাইকেলটি পেয়ে আমি খুবই আনন্দিত। সকলের কাছে দোয়া চাই, আমি যেন সারাজীবন জামায়াতের সঙ্গে নামাজ আদায় করতে পারি।”অভিভাবক মো. কামাল হোসেন বলেন, “যারা শিশু-কিশোরদের নামাজমুখী করতে কাজ করেছেন, তারা সত্যিই প্রশংসনীয়। আশা করি, এমন উদ্যোগ সারাদেশে ছড়িয়ে পড়বে।”অনুষ্ঠানটি দোয়া ও মোনাজাতের মাধ্যমে বাইতুল হামদ জামে মসজিদের এই ব্যতিক্রমী ধর্মীয় কার্যক্রমের সমাপ্তি হয়।