
শাওন,মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জ সদর উপজেলায় ওয়াজ মাহফিলে প্রধান বক্তা ইস্কনের সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে কথা বলার জের কৃষ্ণপুর ইউপির ৮ নং ওয়ার্ডের জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মোঃ সোলাইমানকে মারধরের ঘটনায় ইউপি সদস্য মোঃ তাইজুদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার(২ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) এস এম আমান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।ভুক্তভোগীর স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩০ নভেম্বর সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চর কৃষ্ণপুর তাজবিদুল কুরআন হাফিজিয়া এতিম খানা মাদ্রাসায় ওয়াজ মাহফিলের আয়োজনের করা হয়। এ সময় মাহফিলের প্রধান বক্তা ইয়াহইয়া ত্বাকি তার বক্তব্যকালে ইস্কনের কর্মকান্ড নিয়ে আলোচনা করেন। এ সময় বক্তাকে বাধা দেন মাহফিলের সভাপতি ও ইউপি সদস্য মোঃ তাইজুদ্দিন। এ নিয়ে মাহফিলে হট্টগোল বেঁধে যায়। এর জের ধরে পর দিন ১ ডিসেম্বর ওই ইউনিয়নের চর কৃষ্ণপুর এলাকার আন নুর তাহফিজুল কুরআন মহিলা মাদ্রাসার ভেতরে প্রবেশ করে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ সোলাইমানকে মারধর করে ইউপি সদস্য মোঃ তাইজুদ্দিন মেম্বার, রিফাত,সজল,স্বপন,তারেক হোসেন, মোঃ সোলাইমান খান সহ অজ্ঞাতনামা ১০/১২জন। এতে গুরুতর আহত হন অধ্যক্ষ এবং মাদ্রাসার অফিস কক্ষ থেকে পাঁচ হাজার ২৫০ টাকা চুরি করে নিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা এগিয়ে আসলে মাদ্রাসার অধ্যক্ষকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়। এর পর স্থানীয়রা আহত অবস্থায় জামায়াতে ইসলামীর ওই নেতাকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। ওই হাসপাতালে ভুক্তভোগী চিকিৎসাধীন রয়েছেন।এ ঘটনার পরে ভুক্তভোগী জামায়াতে ইসলামীর নেতার স্ত্রী শেফালি আক্তার বাদি হয়ে গতকাল রোববার(১ ডিসেম্বর) রাতে সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরে অভিযান চালিয়ে অভিযুক্ত কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও মামলার আসামি মোঃ তাইজুদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তার ইউপি সদস্য বিগত স্বৈরাচার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) এস এম আমান উল্লাহ বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ মামলার অভিযুক্ত মোঃ তাইজুদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়।মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে তিনি জানান।