1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহের মধুহাটিতে ৮ বছরের বাচ্চাকে ধর্ষণের চেষ্টা করেছেন ৩৫ বছরের যুবক রাজধানীতে দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলিতে নিহত ১ দুদকের ইতিহাসে সবচেয়ে বড় মামলা এস আলমের বিরুদ্ধে মানিকগঞ্জে ৪ লাখ টাকার হেরোইনসহ এক যুবক গ্রেফতার সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা পেঁয়াজের কোনো সংকট নেই, যথেষ্ট মজুদ রয়েছে : বাণিজ্য উপদেষ্টা ড. ইউনূসকে নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্যে কড়া প্রতিক্রিয়া জানাল ঢাকা হঠাৎ মেট্রোরেল কর্মীদের সব ছুটি বাতিল, বাড়তি সতর্কতা জারি আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে বিশেষ বৈঠক, যেসব সিদ্ধান্ত এলো মানিকগঞ্জে ইয়াবাসহ এক যুবক গ্রেফতার

মানিকগঞ্জে চাঁদাবাজি ও সাইবার আইনের মামলায় ২ দিনের রিমান্ডে সাবেক দুই ছাত্র প্রতিনিধি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

 

জয় ই মামুন বিশেষ প্রতিবেদক।।মানিকগঞ্জের চাঁদাবাজি ও পুলিশের সঙ্গে অসাধাচারণ এবং সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় বৈষ্যমববরোধী সাবেক দুই ছাত্র প্রতিনিধিকে ২ দিনের রিমান্ড মুঞ্জুর করেছে আদালত।বৃহস্পতিবার(২২ মে) বিকেলে মানিকগঞ্জের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক(এস আই) মো. রাকিবুল ইসলাম উজ্জ্বল সাত দিনের রিমান্ড আবেদন করেন। পরে শুনানি শেষে আদালতের বিচারক দুই দিনের রিমান্ড মুঞ্জুর করেন।আজকে বেলা সাড়ে ৪ টার দিকে আদালত পুলিশ পরিদর্শক(ওসি) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।আসামিরা হলেন, বৈষ্যমবিরোধী আন্দোলনের মানিকগঞ্জ জেলা শাখার সাবেক যুগ্ম সদস্য সচিব মেহেরাব হোসাইন (১৯) ও আশরাফুল ইসলাম রাজু (২১)। এর আগে গত বুধবার (২১ মে) সকাল আটটার দিকে তাদের নিজ নিজ বাসা থেকে আটক করে সদর থানা পুলিশ।জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক মেহেবার হোসাইন পটপরিবর্তনের ৯ মাস পরে মানিকগঞ্জের আদালতে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, মানিকগঞ্জের সাবেক পুলিশ সুপার গোলাম আজাদ খানসহ ২১৭ জনকে আসামি ও অজ্ঞাত আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে মামলা দায়ের করে। এই মামলার এজহারভুক্ত আমামিদের মামলা থেকে অব্যবাহতি দেয়ার কথা বলে মোটা অংকের চাঁদা দাবি করে আসছিল। এছাড়া মানিকগঞ্জ নিউজ নামের একটি ফেক ফেসবুক পেইজের এডমিন হিসেব যুক্ত হয়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উর্ধতন কর্মকর্তা, রাজনৈতিক দলের শীর্ষ নেতাসহ সমাজের প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং মানিকগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও মুলধারার গণমাধ্যমকর্মীদের নিয়ে মানহানিকর পোস্ট দেয়। আসামিদের কাঙ্খিত চাঁদা দিতে রাজি না হলেই প্রাণ নাশের হুমকিসহ বিব্রতকর এসব পোস্ট করে কথিক ফেক মানিকগঞ্জ নিউজ ফেসবুক পেইজ ব্যবহার করে।সম্প্রতির পৌসভার পশ্চিম দাশড়া এলাকার বাসিন্দা আনিসুর রহমান সাব্বিরকে নিয়ে মানিকগঞ্জ নিউজ নামের ফেসবুক পেইজ মানহানিকর পোস্ট করা হয়। এ ঘটনায় গতকাল বুধবার(২১ মে) সদর থানায় বাদি হয়ে মামলা করেন তিনি। মামলায় বৈষ্যমবিরোধী সাবেক দুই ছাত্র প্রতিনিধি মেহেবার হোসাইন ও আশরাফুল ইসলামকে এজহারভুক্ত আসামি করে এবং মানিকগঞ্জ নিউজ ফেসবুক পেইজের এডমিনসহ বিভিন্ন ফেসবুক পেইজের ৬ জন এডমিনকে আসামি করা হয়। মামলার বাদির কাছে আসামিরা দুই লাখ টাকা চাঁদা দাবি করে বলে মামলা সূত্র জানা গেছে।এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনের দুই ছাত্র প্রতিনিধিকে চাঁদাবাজি ও সাইবার আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়। পরে আজকে বিকেলে তাদের আদালতে পাঠানো হয় এবং পুলিশ রিমান্ড আবেদন করলে আদালতের বিচারক দুই দিনের রিমান্ড মুঞ্জুর করেন।ওসি আরও বলেন, আসামিদের বিরুদ্ধে চাঁদাবাজি অভিযোগ, পুলিশের সঙ্গে অসদাচরণ ও মানিকগঞ্জ নিউজ নামের একটি ফেক ফেসবুক পেইজের সঙ্গে যোগসাজশ রয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের কাজ করছে পুলিশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park