
মানিকগঞ্জ প্রতিনিধি।।ক্যান্সার রোগীদের জন্য বাংলাদেশে প্রথমবারের মতো “ক্যান্সার কেয়ার ভিলেজ”-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্ট।শরিবার(১৭ মে) দুপুরে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের কিটিংচর এলাকায় আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে আলোচনা সভায় বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্টের প্রেসিডেন্ট আনিস এ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্টের প্রধান উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল মোদাসসের হোসেন খান (অবঃ),বীর প্রতীক, নির্বাহী পরিচালক ও লেখক নাজমুস আহমেদ আলবাব, খাদিম সিরামিক্স লিমিটেড ম্যানেজিং ডিরেক্টর, সাকিফ আরিফ তাবানি, বাংলাদেশ বিমান বাহিনী সাবেক স্কোয়াড্রন লিডার নুরুল কবির, মেট্রোসেম সিমেন্টের চিফ বিজনেস অফিসার আসাদুল হক সুফিয়ানি, বিএসআরএম এর উপদেষ্টা রুহি মুর্শিদ আহমেদ সহ আরো অনেকে।এই কেয়ার ভিলেজটি ক্যান্সার রোগীদের চিকিৎসা, মানসিক ও সামাজিক সহায়তা দিয়ে যাবে। অসহায় এবং গরিব দুঃখী ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য থাকবে বিশেষ সুবিধা। যেখানে রোগী ও তাদের পরিবার একসঙ্গে সেবা পাবে।এছাড়া ভিলেজে যা থাকবে মোসাব্বির আলোক নিবাস, আলোক কাঁথা, আলোকন, স্ক্রিনিং ও প্রাথমিক পরীক্ষা কেন্দ্র, গবেষণা ও উন্নয়ন কেন্দ্র, সেবিকা প্রশিক্ষণ কেন্দ্র যারা রোগীদের সেবা দেন, তাদের প্রশিক্ষণের জন্য।এই প্রকল্পটি পাঁচ ধাপে ৩৭ মাসে তৈরি হবে এবং প্রতি বছর ৫,০০০ রোগীকে সেবা দেবে।প্রকল্পটি পরিবেশবান্ধব হবে এখানে সৌর বিদ্যুৎ এবং অর্গানিক কৃষি চাষ থাকবে, যেন রোগীরা একটি শান্ত ও সবুজ পরিবেশে সুস্থ হতে পারে।বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্টের প্রেসিডেন্ট আনিস এ খান বলেন, “এই ভিলেজ ক্যান্সারের বিরুদ্ধে আমাদের লড়াইয়ের একটা বড় পদক্ষেপ। আমরা চাই, ক্যান্সার রোগীরা যেন ভালোভাবে চিকিৎসা পায় ও সম্মান নিয়ে বাঁচতে পারে।”প্রতিষ্ঠানের উপদেষ্টা, লেফটেন্যান্ট কর্নেল মোদাসসের হোসেন খান (অবঃ), বীর প্রতীক, বলেন যে ক্যান্সার কেয়ার ভিলেজটি শুধু একটি বিল্ডিং নয়, বরং এটি দেশের পক্ষ থেকে একটি প্রতিশ্রুতি, যেখানে সবাইকে সম্মান ও ভালোবাসা দেওয়ার কথা বলা হয়েছে, বিশেষ করে তাদের, যারা কষ্টে আছে বা অনেক সময় অবহেলিত হয়। তিনি বলেন, এই ভিলেজ বাংলাদেশের মনের কথা বলে – যে দেশ সাহসী, একতাবদ্ধ ও সহানুভূতিশীল।