
শাওন-মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জে তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।শনিবার (১২ মে )০১.৩০ ঘটিকায় হরিরামপুর কালই গোপালপুর এলাকায় এসআই সুরেশ রাজবংশীর নেতৃত্বে এই মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।গ্রেফতারকৃতরা হলেন হরিরামপুর উপজেলার কালই এলাকার মৃত জুলমত প্রামানিকের ছেলে বাতেন প্রমানিক (৫২), একই এলাকার মৃত তোতা সরদারের ছেলে সামছুল (৩৫), এবং একই উপজেলার ইজদিয়া (যাত্রাপুর) এলাকার পিতা-মো. নুরুউদ্দিনের ছেলে মো.রাব্বি (২৩)।গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, হরিরামপুর থানাধীন কালই গোপালপুর এলাকার শরীফ এর দক্ষিণ দুয়ারী টিনের একচালা বসত ঘরের সামনে হইতে বাতেন প্রমানিকে ৫০০ (পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। সামছুল ও মো.রাব্বী ইয়াবা ট্যাবলেট বিক্রয়ে সহায়তা করে।উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় ১,৫০,০০০/-(এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা।এই ঘটনায় জেলা গোয়েন্দা শাখার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, হরিরামপুর থানায় ডিবি পুলিশের পক্ষ হতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।