
শাওন আহমেদ মানিকগঞ্জ প্রতিনিধি।।যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় মানিকগঞ্জ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বালিকাদের জন্য তিনদিনব্যাপী কাবাডি প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে।গত ২৯ মে বৃহস্পতিবার মানিকগঞ্জ সদর উপজেলার মূলজান গ্রামের ২০ জন বালিকাকে নিয়ে দুইটি দল গঠন করে এ প্রশিক্ষণ শুরু হয়।প্রশিক্ষণের শেষ দিনে, ১ জুন রবিবার, একটি প্রীতি কাবাডি প্রতিযোগিতার মধ্য দিয়ে এই আয়োজনের সমাপ্তি ঘটে।সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যা।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাবাডি কোচ, খেলোয়াড় এবং স্থানীয় ক্রীড়া সংগঠকগণ।অনুষ্ঠানে বক্তারা বলেন, ইউনিসেফ বাংলাদেশের শিশু সুরক্ষা কার্যক্রম এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে বাস্তবায়িত বিভিন্ন ক্রীড়া উদ্যোগের ফলে তৃণমূল পর্যায়ে মেয়েদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ছে।তারা আরও জানান, ইউনিসেফ ভবিষ্যতে এ ধরনের ক্রীড়া কার্যক্রম আরও বিস্তৃত করলে শিশু-কিশোরদের মধ্যে মাদক ও মোবাইল আসক্তি রোধ, শারীরিক সুস্থতা এবং মানসিক বিকাশে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।