
শাওন,মানিকগঞ্জ প্রতিনিধি।।তারুণ্যের উৎসব ও ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২৫ এর বিভাগীয় পর্যায়ের ঢাকা বিভাগ উত্তরের মানিকগঞ্জ জেলা ভেন্যুর শুভ উদ্বোধন করা হয়েছে।আজ (৩০ ডিসেম্বর) সকাল ৯ টায় জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির আহ্বায়ক ড. মানোয়ার হোসেন মোল্লা শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে খেলায় বেলুন উড়িয়ে শুভ উদ্ভোদন করেন।বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যাবস্থাপনায় অনুষ্ঠান সঞ্চালনা করেন মানিকগঞ্জে প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস।উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী এবিএম খোরশেদ আলম, জেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমান, জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যা, জেলা ক্রীড়া সংস্থার ক্রীড়া সাংবাদিক আব্দুল মমিন প্রমুখ উপস্থিত ছিলেন।উল্লেখ্য এ ভেন্যুতে আগামী ৫ই জানুয়ারি পর্যন্ত শেরপুর, কিশোগঞ্জ ও নেত্রকোনা জেলা টিমের খেলা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী দিনে কিশোরগঞ্জ এবং নেত্রকোনা টিমের খেলা শুরু হয়েছে।