
শাওন, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি।।মানিকগঞ্জকে সারাদেশের মধ্যে একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলতে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার দিক নির্দেশনায় জেলা শহরসহ বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু করেছে জেলা ছাত্রদল।বৃহস্পতিবার(২১ নভেম্বর) বিকেলে জেলা শহরের খালপাড় এলাকায় ভাষা শহীদ রফিক চত্বরে শহীদ রফিকের স্মৃতিফলক পরিষ্কার-পরিচ্ছন্নতা করেছে ছাত্রদলের নেতা-কর্মীরা।কর্মসূচিতে জেলা ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক শাহিনুর হোসেন শাহিন,মানিকগঞ্জ সদর উপজেলা ছাত্রদল নেতা মোঃ মাসুদ রানা,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, সাবেক সহ সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আউয়াল,সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ মফিজুল ইসলাম, সাবেক গনশিক্ষা বিষয়ক সম্পাদক হাফেজ মোঃ সুজন সাবেক স্কুল বিষয়ক সম্পাদক মো:আল আমিন,জেলা ছাত্রদল নেতা লিটন হোসেন,পৌর ছাত্রদলের আমিনুল ইসলাম, সরকারি দেবেন্দ্র কলেজের ছাত্রদলের সাবেক সহ সভাপতি মুর্তজা হোসেন,পৌর ছাত্রদলের জুবায়ের আহমেদ নাঈমসহ প্রমুখ উপস্থিত ছিলেন।এ সময় ছাত্রদলের নেতৃবৃন্দরা বলেন, মানিকগঞ্জ জেলা ছাত্রদলের পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি অব্যাহত থাকবে।