
মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জকে আবারও ধানের শীষের ঘাঁটিতে ফিরিয়ে আনার অঙ্গীকার করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা। তিনি বলেছেন, নবগ্রাম তাঁর নিজের গ্রাম এবং এখান থেকেই নির্বাচনী যাত্রা ও উন্নয়ন কাজ শুরু করবেন।রোববার বিকেল পাঁচটায় নবগ্রাম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আফরোজা খানম রিতা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম খান রিমন। সঞ্চালনায় ছিলেন সিনিয়র শিক্ষক আতোয়ার রহমান। স্বাগত বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক আফরোজা সুলতানা।এ সময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আজাদ হোসেন খান, অ্যাডভোকেট নূর তাজ আলম বাহার, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুস ছালাম বাদল, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান, জেলা আইনজীবী সমিতির সভাপতি মোকসেদুর রহমান, পৌর বিএনপির সভাপতি নাসিরুদ্দিন আহমেদ যাদু ও যুবদল নেতা মাসুদ পারভেজ উপস্থিত ছিলেন।আফরোজা খানম রিতা বলেন, “১৯৭৮ সালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নবগ্রামে একটি বকুলগাছ রোপণ করেছিলেন। সেই স্মৃতিবিজড়িত স্থানে শিশুদের জন্য পার্ক উন্নয়ন করব।” তিনি নিজ উদ্যোগে বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা দেন।নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। অনুপ্রবেশকারীরা দলে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে।আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনার আহ্বান জানান এই বিএনপি নেত্রী।