1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৬:৪৪ পূর্বাহ্ন

মানবসেবা শুধু একটি কর্তব্য নয়, এটি একটি আদর্শ: শিল্প সচিব

  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

 

দিগন্তর প্রতিবেদক।।শিল্প মন্ত্রণালয়ের সচিব এবং লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের ক্লাব সার্ভিস চেয়ারপারসন ওবায়দুর রহমান বলেছেন “মানবসেবা শুধু একটি কর্তব্য নয়, এটি একটি আদর্শ।তিনি বলেন, “লায়ন্স ক্লাব একটি আন্তর্জাতিক মানবসেবামূলক সংগঠন।এই প্ল্যাটফর্ম থেকে যদি আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি, তাহলে সমাজে একটি টেকসই পরিবর্তন আনতে পারব।নেতৃত্ব, মূল্যবোধ ও মানবিকতার সমন্বয়ে গঠিত এই কমিটির মাধ্যমে আমি বিশ্বাস করি-এ ক্লাব শুধু সেবাই নয়, সামাজিক সচেতনতা ও নৈতিক উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করবে।” সম্প্রতি রাজধানীর দিলকুশায় লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন, ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩, বাংলাদেশ-এর ২০২৫-২৬ বর্ষের “নিউ কমিটি ফাস্ট মিটিং”-এ এসব কথা বলেন তিনি।তিনি আরো বলেন, নতুন কমিটির সদস্যদের আন্তরিকতা, পরিকল্পনা ও একাগ্রতার মধ্য দিয়ে এই আদর্শ বাস্তব রূপ পাবে বলেই আমার দৃঢ় বিশ্বাস।তার বক্তব্যে ক্লাব সদস্যদের মধ্যে অনুপ্রেরণা ও দায়িত্ববোধের নবউদ্দীপনা সৃষ্টি হয়,যা পুরো আয়োজনকে করে তোলে আরও তাৎপর্যপূর্ণ ও প্রাসঙ্গিক।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের নবনির্বাচিত প্রেসিডেন্ট আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের সেক্রেটারি লায়ন রিপন তরফদার নিয়াম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park