
জয় ই মামুন বিশেষ প্রতিবেদক: মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সফল সাংগঠনিক সম্পাদক এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য রফিক উদ্দিন ভুঁইয়া হাবু মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন।গতকাল সন্ধ্যায় মানিকগঞ্জ পৌরসভা ৪ নং ওর্য়াডে মাদক বিরোধী জনসচেতনতা মূলক আলোচনা সভায় তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “মাদক সমাজকে ধ্বংস করছে। মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না। একটি মাদকমুক্ত মানিকগঞ্জ গঠনে আমি প্রতিজ্ঞাবদ্ধ।”তিনি আরও বলেন,মাদকাসক্ত ব্যাক্তি যদি আমার ভাই ও হয় তাকে ছাড় দেওয়া হবে না মাদকের ভয়াবহতা থেকে যুব সমাজকে রক্ষা করতে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনগণের প্রতি মাদকবিরোধী এই অভিযানে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।