1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৭:৫২ পূর্বাহ্ন

মঠবাড়িয়ায় অপহরণ ও মুক্তিপন দবী, পুলিশের হস্তক্ষেপে ইলিয়াস উদ্ধার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

 

পিরোজপুরের মঠবাড়িয়ায় ইলিয়াস হাওলাদার (২২) নামের এক কলেজ ছাত্রকে অপহরণ করার ঘটনা ঘটেছে। ঘটনাটি ৩০শে সেপ্টেম্বর সোমবার বিকেলে মঠবাড়িয়া পৌর শহরের আরামবাগ এলাকায় ঘটে।ইলিয়াস হাওলাদার (২২) আরামবাগ এলাকার আঃ হক হাওলাদারের ছেলে ও মঠবাড়িয়া সরকারি কলেজের এইচ এস সি ২য় বর্ষের ছাত্র।বিস্তারিত ঘটনা সম্পর্কে ভুক্তভোগী ও তার পরিবার জানন।গত ৩০শে সেপ্টেম্বর বিকেলে আনুমানিক ৪:৩০ মিনিটের দিকে বোনের বাসায় যাওয়ার পথে ইলিয়াসের পত গতিরোধ করে মুবিন ও সাগর সহ অজ্ঞাত নামা চার জন।ইলিয়াস কিছু বুঝে উঠার আগেই দেশীয় অস্ত্রের মুখে তাকে মটোর সাইকেল যোগে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়, আরামবাগ মসজিদের পাশ থেকে। পরবর্তীতে মোটরসাইকেলে তুলে ভ্যারন তলা নামক স্থানে নিয়ে ইলিয়াস কে বেধড়ক মারপিট করা হয়। পরবর্তীতে মটর সাইকেল যোগে তাকে তুলা তালা নিয়ে যায় এবং তাকে পুনরায় মারধর করা হয় এতে ইলিয়াসের শরীরে নিলা ফুল যখম ও দুটি দাঁত তুলে ফেলা হয় এবং ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয় পরিবারের কাছে।তার পরিবারকে জানানো হলে তারা মুবিনের ভাই নিশাতকে ইলিয়াসকে বের করে দিতে বলে এবং বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশ তৎক্ষণাৎ মুবিন এর ভাই নিশাতকে মঠবাড়িয়া থানায় নিয়ে চাপ প্রয়োগ করলে মুবিন বাহিনী ভিকটিমকে চরখালীর কাছাকাছি একটি নির্জন স্থানে রেখে পালিয়ে যায়।ঘটনার সাথে জরিতরা হলেন মুবিন, সাগর, নিশাত সহ অজ্ঞাত নাম আরো ৪/৫ জন সকলেরই বাসা মঠবাড়িয়া পৌরসভার কলেজ পাড়া এলাকায়।৩০শে সেপ্টেম্বর রাতেই ভিকটিমের বড় বোন সালমা বেগম বাদী হয়ে ৭জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত নাম আরো ৪/৫ জনকে আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেছেন। বর্তমানে ইলিয়াস মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।বিষয়টি সম্পর্কে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রাজিবের কাছে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ পেয়ে তাৎক্ষণিক মঠবাড়িয়া থানা পুলিশ ও স্বজনদের সহযোগিতায় ইলিয়াসকে উদ্ধার করা হয়েছে। এবং একটি অপহরণ মামলা গ্রহণ করা হয়েছে। আসামিদের গ্রেফতার চেষ্টা চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park