
শরীয়তপুর প্রতিনিধি।।শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ড আইজারা গ্রামে কৃষি জমি নষ্ট করে মাছের ঘের করার দায়ে আঃ লতিফ মল্লিক নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (০৭ মে ) বিকালে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব অনিন্দ্য মন্ডল।জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে কৃষি জমি নষ্ট করে মাছের ঘের বানাচ্ছে। পরে সেখানে অভিযান পরিচালনা করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব অনিন্দ্য মন্ডল বলেন, কৃষি জমি সুরক্ষা ও অনাবাদি জমি আবাদের বিষয়ে জেলা প্রশাসক স্যারের সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে।একই দিনে ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ড কোড়ালতলী গ্রামে অবৈধ ভাবে কৃষি জমির মাটি কেটে বিক্রি করায় মালেক মোল্লা নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা মোহাম্মদ মোজাহেরুল হক।জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি ভেকু মেশিন দিয়ে আবাদি জমির মাটি কেটে ড্রাম ট্রাক ও মাহিন্দ্র করে অন্যত্রে নিয়ে যাচ্ছেন। পরে সেখানে অভিযান পরিচালনা করেন।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা বলেন, কৃষি জমির টপসয়েল কর্তনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।সংশ্লিষ্ট সবাইকে কৃষি জমি সুরক্ষায় আন্তরিক হওয়ার অনুরোধ করছি।