
শরীয়তপুর থেকে আক্তার হোসেন।।শরীয়তপুরের ভেদরগঞ্জে কাগজপত্র না থাকায় মেসার্স আর বি এম ব্রিক্স নামক অবৈধ ইটভাটাকে বন্ধ করে দিয়েছে প্রশাসন।মঙ্গলবার (০৭ জানুয়ারি) ভেদরগঞ্জ উপজেলার চরসেনসাস, বেড়াচাক্কী নামক জায়গায় অবস্থিত মেসার্স আর বি এম ব্রিক্স নামক অবৈধ ইটভাটায় ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।এ সময় ইটভাটা মালিক কে ২ লক্ষ টাকা জরিমানা ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি দিয়ে চুলোটি নিভিয়ে ইট ভাটার কার্যক্রম বন্ধ করে দেয়।অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর শরীয়তপুর এর সহকারী পরিচালক মোঃ রাসেল নোমান।পরিবেশ অধিদপ্তরের শরীয়তপুর জেলা সহকারী পরিচালক মোঃ রাসেল নোমান বলেন,অবৈধ ভাবে তারা দির্ঘদিন যাবত ইট তৈরির কার্যক্রম চালিয়ে আসছিল,তাই আজকে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২ লাখ টাকা জরিমানা করেন ।ও ইটভাটাটি বন্ধ করে দেয়া হয়।জেলায় অবৈধ ইটভাটা বন্ধের অভিযান অব্যাহত রয়েছে।ভ্রাম্যমান আদালতে ভেদরগঞ্জ ফায়ার সার্ভিস, ভেদরগঞ্জ থানার পুলিশ সদস্যবৃন্দ,শরীয়তপুর জেলা পরিবেশ অধিদপ্তর এর সকল সদস্য উপস্থিত ছিলেন।