
মানিকগঞ্জ জেলা প্রতিনিধি।।ভাঙ্গন রোধে সরকারী ব্লক উঠিয়ে নিজ বাড়ির কাজে ব্যবহারের গুরুতর অভিযোগ পাওয়া গেছে মো: ইউনুস আলী নামে এক ব্যাক্তির বিরুদ্ধে।তিনি খাল এবং ব্রিজ ভাঙ্গন রোদে সরকারি ব্লক ক্ষমতার দাপট দেখিয়ে কারো তোয়াক্কা না করে নিজ বাড়ির বাউন্ডারির কাজে ব্যবহার করেছেন বলে জানিয়েছেন এলাকাবাসী।এ বিষয়ে সরেজমিনে প্রত্যক্ষ করতে গিয়ে তার সততা মেলে।সূত্রে জানাযায় মানিকগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের বড় সোরুন্ডী (নয়াকান্দী সোজাঘাট) গ্রামের কালিগঙ্গা নদীর খালের মুখে ব্রিজ ও নদী ভাঙ্গন রোধের জন্য ব্যবহারিত ব্লক উঠিয়ে নিজ বাড়ির বাউন্ডারিতে ব্যবহার করছে অত্র এলাকার মোঃ ইউনুস আলী। এলাকাবাসী ইউনুস আলীর এসকল অন্যায় কাজে বাধা প্রদান করলেও তাকে থামানো যায়নি উপরন্তু নিজের ক্ষমতার প্রভাব খাটিয়ে কাজ বন্ধ না করে তিনি তা চলমান রাখেন। পরবর্তীতে এলাকাবাসী মানিকগঞ্জ পৌরসভার মেয়র মোঃ রমজান আলীকে বিষয়টি জানালে তিনি ঘটনা স্থল পরিদর্শন করেন এবং মোঃ ইউনুস আলীর কাজ বন্ধ করে দেন।এলাকাবাসীর দাবী ব্লক গুলো আগের জায়গায় না দিলে ব্রিজ ও খাল ভাঙন সহ এলকাবাসীর বড় ধরেনের ক্ষতি হতে পারে।এ বিষয়ে আমাদের এ প্রতিবেদক মোঃ ইউনুছ আলীর সঙ্গে কথা বললে তিনি ঘটনার সততা স্বীকার করেন।তিনি বলেন ব্লক শুধু আমি একা ব্যবহার করিনি অত্র গ্রামের ম্যাক্সিমাম বাড়িতেই এই ব্লক খুজলে পাওয়া যাবে।তারা ব্লক দিয়ে বাউন্ডারি দেয়াল সহ বাড়ির নানান কাজে ব্যবহার করছে।তবে কর্তৃপক্ষ (পানি উন্নয়ন বোর্ড) চাইলে এই ব্লক নিয়ে যেতে পারে।