
আব্দুল্লাহ আল মোমিন : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহত ও দগ্ধ রিক্সাচালক মোঃ সাইদুল ইসলামের সার্বিক খোঁজখবর ও আর্থিক অনুদান প্রদান করেন পাবনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদন্নবী স্বপন।মঙ্গলবার (২৪ সেপ্টম্বর) দুপুরে সদর উপজেলার বাংলাবাজারস্থ দক্ষিন রামচন্দ্রপুর পূর্বপাড়ায় দগ্ধ মোঃ সাইদুল ইসলামের বাড়িতে খোঁজখবর নেন ও আর্থিক সহায়তা দেন বিএনপির নেতারা।এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দল, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সেলিম আহমেদ, সদর উপজেলা কৃষকদলের আহ্বায়ক হাবিবুর রহমান বাচ্চু, পৌর বিএনপির সাবেক সদস্য ইমরুল কায়েস, বিএনপি নেতা মো: ফরিদ, পাবনা সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ রানা, শহীদ সরকারি বুলবুল কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন রাফসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাজ্জাতুল ইসলাম খান নাদিম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুল মুহিত, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য (সহ-দপ্তর) এস এম আদনান উদ্দিন, সদস্য কাওসার হোসেন,পাবনা জেলা ছাত্রদল নেতা আতিকুর রহমান মিঠু, সদর উপজেলা ছাত্রদল নেতা ইব্রাহিম হোসেন সান প্রমুখ।আহত রিক্সাচালক মোঃ সাইদুল ইসলামের চিকিৎসার দায়িত্ব নেন বিএনপি নেতা মাহমুদন্নবী স্বপন।উল্লেখ্য, রিক্সাচালক সাইদুল ঢাকার ধানমণ্ডি ২নং সিটিঁ কলেজের সামনে আন্দোলনে আহত হন।