1. admin@dainikdigantor.com : admin :
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৮:৩০ অপরাহ্ন

বুধবার থেকে টানা ৬দিন ছুটির ফাঁদে ভোমরা স্থলবন্দর

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

 

নিজস্ব প্রতিবেদক : বাঙালি হিন্দু ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে আগামীকাল বুধবার (৯ অক্টোবর) থেকে টানা ৬ দিন বন্ধ থাকবে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে সকল প্রকার আমদানি রপ্তানি কার্যক্রম। তবে এ সময় ভোমরা স্থল বন্দরে পণ্য খালাস এবং বাংলাদেশ ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার অব্যাহত থাকবে।আগামী ১৫ অক্টোবর মঙ্গলবার সকাল থেকে ফের সচল হবে বন্দরের সব ধরনের কার্যক্রম।ভারতের ঘোজাডাঙ্গা বন্দর ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ভোলানাথ ঘোষ এর বরাত দিয়ে ভোমরা সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের অহবায়ক হাবিবুর রহমান হাবিব জানান, শারদীয়া দুর্গাপূজার সরকারি ছুটির কারণে ৯ অক্টোবর বুধবার থেকে ১৪ অক্টোবর সোমবার পর্যন্ত ভোমরা স্থল বন্দরে সকল কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৫ অক্টোবর মঙ্গলবার সকাল থেকে আবারও যথারীতি আমদানি ও রপ্তানি কার্যক্রম চালু হবে।ভোমরা সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের বর্তমান এডহক কমিটির সদস্য সচিব অহিদুল ইসলাম জানান, শারদীয়া দুর্গাপূজার ছুটির কারণে টানা ৬দিন ভোমরা বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে জানিয়ে ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশন পত্র দিয়ে তাদরেকে অবহিত করেছেন।ভোমরা স্থল বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক (ট্রাফিক) মোঃ রুহুল আমিন জানান, দুর্গাপূজার ছুটির বিষয়টি ওপারের কাস্টমস কর্তৃপক্ষ ও সিএন্ডএফ এজেন্টরা আমাদের দপ্তরকে জানিয়েছেন।ভোমরা বন্ধরে পণ্য খালাসের পর ভারতীয় ট্রাক দেশে ফিরে যেতে পারবে।ভোমরা ইমিগ্রেশন চেকপোষ্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পূজার ছুটির সময় বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও দুদেশের মধ্যে পাসপোর্ট যাত্রূদের পারাপার স্বাভাবিক থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park