
আক্তার হোসেন বাবলু।।মাগুরা জেলার কৃতি সন্তান ড. মো: আলী আফজাল মহম্মদপুর উপজেলার বালিদিয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। ২২ মার্চ ১৯৬৭ সালে তিনি জন্মগ্রহণ করেন।বাবা মরহুম আলতাফ হোসেন মোল্লা ও মাতা মোমেনা খাতুন এর ৫ম সন্তান ড. মো: আলী আফজাল। নিজগ্রাম বালিদিয়া দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাজীবনের হাতেখড়ি তাঁর।বালিদিয়া মাধ্যমিক বিদ্যালয় এবং মহম্মদপুর আর.এস.কে.এইস ইনস্টিটিউশন থেকে মাধ্যমিক স্তর শেষ করে ভর্তি হন পাবনা এডওয়ার্ড কলেজে। সেখান থেকে উচ্চমাধ্যমিকে কৃতিত্বের সাথে পাশ করে ভর্তি হন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে।এরপর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে ড. মো: আলী আফজাল উচ্চতর ডিগ্রী নিতে চলে যান অস্ট্রেলিয়া।অস্ট্রলিয়ার মেলবোর্ণ ইউনিভার্সিটি থেকে জেনেটিক এন্ড প্লান্ট ব্রিডিং বিষয়ে পিএইচডি ডিগ্রী অর্জন করে দেশের সেবায় আত্মনিয়োগ করেন।মাগুরাবাসীর গর্ব কৃষিবিদ ড. মো: আলী আফজাল বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে দীর্ঘ ১৮ বছর কাজ করেছেন।তিনি কৃষি গবেষণায় প্রোজেক্ট ডাইরেক্ট হিসেবে মুসুর, মাসকলাই, মুগডাল এর ২৭ টি উন্নত জাত আবিষ্কার করেছেন।এ কারণে বাংলাদেশে মসুর, মাসকলাই ও মুগডাল গ্রামীণ পর্যায়ে ছড়িয়ে দেয়ার ক্ষেত্রে অগ্রদূত বলা হয় ড. মো: আলী আফজালকে।কৃষিবিদ গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ড. মো: আলী আফজাল এর অক্লান্ত পরিশ্রমে বাংলাদেশে কৃষিবিপ্লব সৃষ্টির লক্ষে ৩৩টির অধিক কোম্পানি পরিচালনার মাধ্যমে হাজার হাজর মানুষের কর্মের দুয়ার উন্মোচন করে ব্যাপক সাড়া জাগিয়েছেন। ড. মো: আলী আফজাল কৃষক পরিবার থেকে উঠে আসা এক স্বপ্নবাজ ব্যাক্তির নাম।