
শাওন,মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ভেতরের পুকুর ভরাট করে বহুতল একাডেমিক ভবন নির্মাণের বিরুদ্ধে বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। বুধবার(১৮ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে স্কুলের মুল ফটকের সামনে ছাত্ররা মানববন্ধন করে।মানববন্ধন শেষে প্রায় তিন শতাধিক স্কুলছাত্র একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি জেলা শহরে ভাষা শহীদ রফিক সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে গিয়ে শেষ হয়। সেখানে ছাত্ররা তাদের দাবির বিষয়টি তুলে ধরেন।ছাত্ররা জানান, আমাদের স্কুলে নতুন একটি বহুতল একাডেমিক ভবন নির্মাণ হবে, এটা আমাদের জন্য সুখবর। তবে স্কুলের ভেতরে পুকুর ভরাট করে সেই ভবন নির্মাণ করা যাবে। না। স্কুলের পাশেই ফাঁকা জায়গা রয়েছে, সেখান ভবন নির্মাণ করা যেতে পারে। আমাদের দাবি একটাই স্কুলে অভ্যন্তরে পুকুর ভরাট করে নতুন বহুতল ভবন নির্মাণ করা যাবে না। পরে শিক্ষার্থীরা জেলা প্রশাসকরের কাছে একটি স্বারকলিপি জমা দেন।এসময় মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের দশম ম্রেণির ছাত্র মোহাম্মদ সিহাব হোসেন, সানভির মাহমুদ, মেহেরাব উদ্দিন আহমেদ, মুশফিকুর রহমান অমিসহ স্কুলের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।