
শাওন,মানিকগঞ্জ প্রতিনিধি : আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘকে (ইসকন) উগ্র সাম্প্রদায়িক দল দাবি করে সংগঠনটিকে দেশ থেকে নিষিদ্ধ এবং অ্যাডভোকেট সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে মানিকগঞ্জ বন্ধু সংঘ ওয়েলফেয়ার সোসাইটি এর আয়োজনে ঢাকা-আরিচা মহাসড়কের গোলড়া বাস স্ট্যান্ড এলাকায় এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।দ্রুত সময়ের ভিতরে ইস্কনকে নিষিদ্ধ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে বক্তারা বলেন, ‘গত ৫ই আগস্ট এর পর থেকে স্বৈরাচারের দালালেরা দেশকে অস্থিতিশীল করার জন্য উঠে পরে লেগেছে। সেই ধারাবাহিকতায় ইসকন নামক জঙ্গি সংগঠন ও স্বৈরাচারের এজেন্ডা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। পার্শ্ববর্তী দেশের এজেন্ডা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। অনতিবিলম্বে এই উগ্রবাদী সংগঠনকে দেশ থেকে নিষিদ্ধ করতে হবে।’বক্তার আরো বলেন, ‘শেখ হাসিনা দিল্লিতে বসে ইসকনের ওপর ভর করে দেশে দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র করছেন। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন। আইনজীবী সাইফুল হত্যায় জড়িত ব্যক্তিরা ইসকনের সদস্য। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’বন্ধু সংঘ ওয়েলফেয়ার সোসাইটি এর সাধারণ সম্পাদক আব্দুর রউফের পরিচালনায় ও সংগঠনের সভাপতি প্রকৌশলী মোঃ ইসহাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আবু তাহের, হাফেজ মাওলানা মুফতি ইলিয়াস আহমেদ, যুগ্ন সম্পাদক আব্দুল আলিম, কাউসার হোসেন প্রমুখ।