
বাগেরহাট প্রতিনিধি।।বাগেরহাটের কচুয়া উপজেলায় সম্পত্তির ভাগাভাগির দ্বন্দে ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে মশিউর রহমান (২৮) নামের মামাতো ভাই নিহত হয়েছে।বুধবার (২৯ মে) সকালে উপজেলার টেংরাখালীর হাজরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার একটি বাড়িতে এই ঘটনা ঘটে।নিহত মশিউর রহমান উপজেলার টেংরাখালী গ্রামের হাজরাপাড়া এলাকার প্রয়াত মাসুদ হাজরার ছেলে।অভিযুক্ত দুজন হলেন মশিউরের ফুফাতো ভাই মো. সাব্বির (২৮) ও মো. বায়েজিদ (২০)।তাঁদের বাড়িও একই এলাকায়।এ ঘটনার পর পুলিশ ওই দুই ভাইকে আটক করেছে।বাগেরহাট পুলিশ মিডিয়া শেলের কর্মকর্তা বাবুল আক্তার জানান, সম্পত্তির দ্বন্দ নিয়ে মামাতো ভাই ও ফুফাতো ভাইদের বিরোধে মামাতো ভাই খুন হয়েছে।ফুফাতো ভাইদের ছুরিকাঘাতে মশিউর আহত হয়।তাকে কচুয়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মশিউর মারা গেছে। অভিযুক্তদের আটক করা হয়েছে।