1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৮:১১ পূর্বাহ্ন

বহুল আলোচিত ‘লিজা মনি’ হত্যাকান্ডের মূল আসামী কারাগারে, সহযোগীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

 

এম এ জাহান : গাজীপুরের বহুল আলোচিত গৃহবধূ ‘লিজা মনি’ হত্যাকান্ডের মূল আসামী শামীম হোসেন এর আগাম জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়েছে এবং নির্মম হত্যাকান্ডের সহযোগী রুকি বেগম ও সাথী আক্তারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারী করে দ্রুত গ্রেফতারের আদেশ প্রদান করেন ‘জেলা ও দায়রা জজ আদালত’ গাজীপুর।উল্লেখ্য গত ২২শে এপ্রিল-২০২৩ পবিত্র ঈদুল ফিতরের দিনে গৃহবধু ‘লিজা মনি’কে নির্মম নির্যাতনের পর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে নিহতের পাষন্ড স্বামী শামীম হোসেন,শাশুড়ি রুকি বেগম এবং ননদ সাথী আক্তার।এই ঘটনায় স্থানীয় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা জলিল চৌধুরীর প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে কাশিমপুর থানা পুলিশ কোন প্রকার তদন্ত ছাড়াই একটি আত্মহত্যার ভুয়া মামলা দায়ের করেন।মামলাটি নিয়ে নিহতের হতদরিদ্র পিতা মনির হোসেন আদালতের শরণাপন্ন হন। মহামান্য বিজ্ঞ আদালত মামলাটির সুষ্ঠ তদন্তের জন্য ‘পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন’ (পিবিআই) কে নির্দেশ প্রদান করেন।দীর্ঘ তদন্ত সাপেক্ষে পিবিআই নির্মম হত্যাকান্ডের সত্যতা নিশ্চিত করেন এবং আসামীদের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর আদালত আসামীগণের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারী করেন।১৪ নভেম্বর-২৪ (বৃহস্পতিবার) আসামীগণ আগাম জামিনের জন্য আদালতে আবেদন করিলে বিজ্ঞ আদালত আবেদনটি নামঞ্জুর করিয়া মূল আসামী খুনি শামীম হোসেনকে জেল হাজতে প্রেরণ করেন এবং অন্যান্য আসামীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ প্রদান করেন।আসামীগণ এবং তাদের সহযোগি ও মদদ দাতাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রার্থনা করে নিহতের পিতা মনির হোসেন বলেন, দীর্ঘদিন থানা-পুলিশ, কোর্ট-কাচারীতে ঘুরে আজ মনে হয় আলোর মুখ দেখতে পাচ্ছি।নিহতের পিতা আরো বলেন, আমার মেয়ের মতো অন্য কারো মেয়ের সাথে এরকম অন্যায়-অবিচার যেন কখনো না হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park